* পর্যটকদের থাকার ব্যবস্থা ও তা সংরক্ষ ন;
* জনপথ, রাজপথ এবং সরকারী স্থান নিয়ন্ত্রণ ও অনধিকার প্রবেশ রোধকরণ;
* ইউনিয়নের পরিচ্ছন্নতার জন্য নদী, বন ইত্যাদির তত্ত্বাবধান, স্বাস্থ্যকর ব্যবস্থার উৎকর্ষ সাধন এবং অন্যান্য ব্যবস্থা গ্রহন;
* গোবর ও রাসত্মার আবর্জনা সংগ্রহ, অপসারণ ও ব্যবস্থাপনা নিশ্চিতকরণ;
* অপরাধমূলক ও বিপদজ্জনক ব্যবসা নিয়ন্ত্রণকরণ;
* মৃত পশুর দেহ অপসারণ ও নিয়ন্ত্রণকরণ;
* পশু জবাই নিয়ন্ত্রণকরণ;
* ইউনিয়নে দালান নির্মাণ ও পুন:নির্মাণ নিয়ন্ত্রণকরণ;
* বিপদজ্জনক দালান ও সৌধ নিয়ন্ত্রণকরণ;
* কহয়া, পানি তোলার কল, জলাধান, পুকুর এবং পানি সরবরাহের অন্যান্য কাজের ব্যবস্থাকরণ ও সংরক্ষণ;
* খাবার পানির উৎস দুষিতকরণ রোধের জন্য ব্যবস্থা গ্রহণ;
* জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সন্দেহযুক্ত কহপ, পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানের পানি ব্যবহার নিষিদ্ধকরণ;
* খাবার পানির জন্য সংরক্ষিত কহপ, পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকটবর্তী স্থানে গোসল, কাপড় কাঁচা রং করা বা পাকা করা নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রণকরণ;
* পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকটবর্তী স্থানে শন, পাট বা অন্যান্য গাছ ভিজানো নিষিদ্ধকরণ;
* আবাসিক এলাকার মধ্যে চামড়া রং করা বা পাকা করা নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রণকরণ;
* আবাসিক এলাকার মাটি খনন করে পাথর বা অন্যান্য বসত্ম উত্তোলন নিষিদ্ধকরণ;
* আবাসিক এলাকার ইট, মাটির পাত্র বা অন্যান্য ভাটি নির্মাণ নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রণকরণ;
* গৃহ পালিত পশু বা অন্যান্য পশু বিক্রয়ের তালিকাভহুক্তিকরণ;
* মেলা ও প্রদর্শনীর আয়োজন;
* জনসাধারণের উৎসব পালন;
* অগ্নি, বন্যা, শিলাবৃষ্টিসহ ঝড়, ভহমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের তৎপরতার ব্যবস্থাকরণ;
* বিধবা, এতিম, গরীব ও দুঃস্থ ব্যক্তিদের সাহায্যকরণ;
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস